বিভিন্ন জেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
- আপডেট সময় : ১১:২৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১৭৩০ বার পড়া হয়েছে
বিভিন্ন জেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ-পাল্টা অভিযোগ। ভোট পেতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী পোষ্টারে ছেয়ে গেছে ময়মনসিংহের সড়ক থেকে শুরু করে অলিগলি। সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং।এতে উৎসবের নগরীতে পরিনত হয়েছে ময়মনসিংহ। এই আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও স্বতন্ত্র মিলে ১০ জন প্রার্থী লড়ছেন ভোট যুদ্ধে। নিজেকে বিজয়ী করতে দিনরাত বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জয়ের ব্যাপারে আশাবাদী দুই প্রার্থীই।
উন্নয়নের পক্ষে যে কাজ করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করা হবে বলে জানান ভোটাররা।
স্বতন্ত্রের পক্ষ নিয়ে কাজ করলে তাদের তালিকা কেন্দ্র থেকে চাইলে দেয়া হবে বলে জানান জেলা আওয়ামী লীগের সভাপতি।
মেহেরপুর জেলার দুটি আসনে জমে উঠেছে প্রচার-প্রচারণা। গণ-সংযোগে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা।
নৌকার প্রার্থী পুলিশ ও ম্যাজিষ্ট্রেট প্রটোকল নিয়ে ঘুরছেন এতে নির্বাচন সুষ্ঠ হবে-না বলে অভিযোগ এই স্বতন্ত্র প্রার্থীর।
মেহেরপুর-২ আসনেও চলছে প্রচারণা, ভোট প্রার্থনায় প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
চুয়াডাঙ্গায় নির্বাচনের দিন যতো এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচার প্রচারণা । শহর থেকে শুরু করে হাট বাজার সরগরম হয়ে উঠছে।
উন্নয়ন ও সুশাসনের লক্ষ্য ভোটাররাও পরিবর্তন চায় বলেও জানান স্বতন্ত্র প্রার্থীরা।
বিজয় সুনিশ্চিত করতে সারা দেশের ন্যায় ভোলার ৪টি আসনের লিফলেট বিতরন করে নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা।
জেলার ৪টি আসনের ৭ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার ৩৯০ জন।