বিভিন্ন জেলায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ-ভাংচুর : আহত ৩৮
- আপডেট সময় : ০৭:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ ও চট্টগ্রামে ছাত্রলীগের ৮জন আহত হয়েছে।
সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলা ডাকবাংলোর সামনে, প্রধান সড়ক ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল করা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, শহীদ মিনারে ফুল দিয়ে যাওয়ার পথে সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। সকালে পাকুন্দিয়া সরকারি কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে এ ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সোহরাব উদ্দিন লোকজন নিয়ে শহীদ মিনারে যান। এ সময় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। ইট পাটকেলের আঘাতে ১০ জন আহত হয়েছে। এসময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরও করা হয়। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দু’ গ্রপের সংঘর্ষ হয়েছে। এতে, উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।