বিভিন্ন জেলায় করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ৪ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
গাইবান্ধা, ময়নমসিংহ, ফরিদপুরে চারজন করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে মারা গেছে। মৃতদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনা আক্রান্ত রোগীর বাড়িসহ আশাপাশের এলাকা লকডাউন করেছে প্রশাসন। এদিকে, মৌলভীবাজার, জামালপুর ও শেরপুরে চারজন করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে।
গাইবান্ধা সদর উপজেলার কামারজানিতে আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তির শ্বাসকষ্টে মৃত্যু হয়েছে। তবে করোনায় আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ । পরে মৃতব্যক্তি ও তার বাড়ীর আশপাশের ৩টি বাড়ীর সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন । অন্যদিকে, জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে সোনাচরণ দাশ মারা গেছেন। তার নমুনা পরীক্ষার জন্য আইউডিসিআরে পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলায় এই প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি অসুস্থ থাকাবস্থায় দেখতে আসা লোকজনের গ্রামসহ আশপাশের ৫টি গ্রাম লকডাউন করা হযেছে। বাড়ানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারিও।
ময়মনসিংহের হালুয়াঘাটে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আব্দুল মজিদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে জ্বর নিয়ে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সকালে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন একজনের মৃত্য হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত কি না তা এখনও জানা যায়নি।
জামালপুরের মেলান্দহে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রাতে বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়ির আশপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসলে শরীরে করোনা উপসর্গ দেখা দেয়।
প্রথমবারের মতো শেরপুরে দুই করোনা রোগী শনাক্ত হওয়ায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এক ডায়াগোনস্টিক সেন্টার ও দুই গ্রামের অন্তত ৩০ টি বাড়ী লকডাউন করেছে প্রশাসন। একই সাথে জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার ও সদর উপজেলার ভাতশালা মধ্যবয়ড়া এলাকায় মানুষের চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।