বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস পালিত
- আপডেট সময় : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম, ময়মনসিংহ, কুড়িগ্রাম, নাটোর, নেত্রকোনা, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সকালে নগরীর আনন্দরকিল্লাস্থ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগে কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবিতে ঝিনাইদহে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সদর উপজেলার নগরবাথান বাজারে এ কর্মসূচি পালিত হয়।
ময়মনসিংহে দিবসটি উপলক্ষে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল হয়েছে। জেলা আওয়ামী লীগের অনুষ্ঠানে সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
নেত্রকোণায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন, মানববন্ধন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার মাধ্যমে ২১ আগষ্ট পালিত হয়েছে।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
গ্রেনেড হামলার শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। পৌর আওয়ামী লীগের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কুড়িগ্রামে শোকসভা, দোয়া মাহফিল ও মোমবাতি প্রজ্জলন করেছে জেলা আওয়ামী লীগ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ জাফর আলী ও সাধারণ সম্পাদক আমানউদ্দিন আহমেদ মঞ্জু।
গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত শাস্তির দাবীতে মাদারীপুরে মানববন্ধন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
নড়াইলে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে শহরের কান্দিভিটুয়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসুচি পালন করা হয়।
টাঙ্গাইলে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী লীগ।