বিভিন্ন জেলায় পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতন দিবস
- আপডেট সময় : ০৮:০৪:০০ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এ শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে ১৫তম বিশ্ব অটিজম সচেতন দিবস।
মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শহরে রেলী করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে রেলী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
এমন বিশ্ব গড়ি ,অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে পালিত হল বিশ্ব অটিজম সচেনতা দিবস।সকালে দিবসটি পালন উপলক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরে পালিত হচ্ছে ১৫তম বিশ্ব অটিজম সচেতন দিবস। সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে নওগাঁয় ১৫তম জাতীয় অটিজম সচেতন দিবস পালিত হয়েছে।