বিভিন্ন জেলায় সরকারি ত্রাণের চাল হরিলুট
- আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতি মোকাবিলায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের জন্য ১০ কেজি দরে চাল বিক্রি ও ত্রাণের চাল নিয়ে হরিলুট শুরু হয়েছে। কোথাও জনপ্রতিনিধি ও ডিলার দের গোডাউন ভর্তি চাল উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নরসিংদী, বরিশাল, ময়মনসিংহ, চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরকারি ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে।
নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নে “খাদ্য বান্ধব কর্মসুচি”র সুবিধা ভোগী কার্ডধারী পরিবারের সংখ্যা ১৩৯৮ জন। কিন্তু, ইউপি চেয়ারম্যান ও ডিলারের যোগসাজশে বেশিরভাগ পরিবারই পাচ্ছেন না ১০ টাকা কেজির চাল। প্রতিমাসে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে শতভাগ বিতরণের তালিকা জমা দেওয়া হয়। ২০১৮ সালের পর থেকে এক কেজি চালও পাননি বলে অভিযোগ করেন তালিকাভুক্তরা।
কম দামে চাল ছাড়াও করোনা পরিস্থিতিতে সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে জানান, এলাকাবাসী।
চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে পাচারকালে ৩৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজন বুধবার রাতে ওই চাল আটক করে থানায় খবর দেয়।পরে, পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা ওই চাল উদ্ধার করে। এ ঘটনার পর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেম রনি পালিয়েছে। এ সময় উত্তেজিত জনতা চেয়ারম্যানের বাড়ি ভাংচুর করে।
সিরাজগঞ্জের চৌহালীতে খাদ্যবান্ধব কর্মসুচির ৬৫ বস্তা চালসহ এক ইউপি সদস্য ও আরেক ব্যবসায়ীকে আটক করেছে প্রশাসন। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং ব্যবসায়ী আবু বক্কার চাল মজুদ করে রেখেছিল।
ময়মনসিংহের মুক্তাগাছায় ১১ বস্তা চাল আত্মসাতের অভিযোগে দাওগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মজনু সরকারের ছোট ভাই ওএমএস ডিলার গুলশান সরকারকে তিন দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ৪৭ বস্তা চাল আত্মসাতের অভিযোগে দাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মামুন ও ২১ বস্তা চাল আত্মসাতের অভিযোগে তারাটি ইউনিয়নের দুই ডিলার ফরিদ ও শফিকুল ইসলাম বিপ্লবের নামে মামলা হয়েছে।
বরিশালে জেলেদের চালে ওজনে কম দেয়া এবং ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের দায়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসময় ২৪৯ বস্তা চাল উদ্ধার করে রেব ও পুলিশ।
কুমিল্লার মুরাদনগরে চাল বিতরণে অনিয়মের অভিযোগে পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আল-আমিন এর ডিলারশীপ বাতিল করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড ও তার গোডাউন সিলগালা করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।