বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল রেলের কাজ ডিসেম্বরে শুরু
- আপডেট সময় : ০৯:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ডিসেম্বরে শুরু হচ্ছে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলের কাজ। নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠান জাপানের নিপ্পন কোই’র সঙ্গে চুক্তি করলো মেট্রোরেল বাস্তবায়নকারী সংস্থা- ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণমানুষের জন্য যাতায়াত সহজ করবে প্রকল্পটি। তিনি জানান, আগামী বছরের ডিসেম্বরে খুলে দেয়া হবে দেশের প্রথম মেট্রোরেল।
বাস-ট্রেনের ধাক্কাধাক্কি আর নয়; এবার পাতাল রেলের যুগে পর্দাপণ করছে বাংলাদেশ।
এরই মধ্যে নকশা প্রণয়ণের কাজ শেষ। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির অর্থায়নে সাড়ে ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হবে পাতাল ও উড়াল পথের সমন্বয়ে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যাবে মাটির নিচ দিয়ে। আর পূর্বাচল থেকে উড়াল পথে আসা মেট্রোরেলের লাইন মিলিত হবে নতুন বাজারে।
এম আর টি-১ এর আওতায় পাতালের ২০ কিলোমিটার আর উড়ালের সাড়ে ১১ কিলোমটার নির্মাণ কাজের তদারকি প্রতিষ্ঠান নিয়োগে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেল কেন্দ্রে এই আয়োজন। ডিএমটিসিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে জাপানিজ পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কই।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দূরত্ব কমে আসবে ২৫ মিনিটে বলে জানান স্বাক্ষরকারী কর্মকর্তারা।
নগরবাসীর জন্য স্বস্তির যাতায়াতের কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মানুষের ভোগান্তি কমাতে সব মিলিয়ে ঢাকায় ৬টি মেট্রোরেল করা হবে।
ডিএমটিসিএল বলছে, ২০২৬ সালের মধ্যেই শেষ হবে মেট্রোরেলের কাজ। ১২টি ভাগে এর নির্মাণ কাজ চলবে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হবে এর নির্মাণ কাজ।