বিমানবন্দরে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আরটি-পিসিআর মেশিন বসানো হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে আরটি-পিসিআর মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। একইসঙ্গে মন্ত্রী জানান, রেপিড পিসিআর মেশিন বসাতে আরও দশ দিনের মতো সময় লাগতে পারে।
সকালে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, রেপিড পিসিআর মেশিন দেশে নেই। এটা বিদেশ থেকে আনতে হবে। এর জন্য কিছুটা সময় লাগবে। মেশিন বসানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানকে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বিমান বন্দরে পার্কিংয়ের সব ধরনের সুবিধা নিয়েই ল্যাব বসানো হবে। একটু সময় লাগলেও এটি করা হবে।