বিমানের জ্বালানি জেট ফুয়েলের ভয়াবহ সংকট তৈরী হয়েছে
- আপডেট সময় : ০৪:৫৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৯৭৪ বার পড়া হয়েছে
বিমানের জ্বালানি জেট ফুয়েলের ভয়াবহ সংকট তৈরী হয়েছে। ইতিমধ্যে ডেড স্টক অর্থাৎ ট্যাংকের তলানীতে পড়ে থাকা তেল দিয়ে কোনো মতে সরবরাহ টিকিয়ে রেখেছে পদ্মা অয়েল কোম্পানী। আগামী কাল দুপুরের মধ্যে জাহাজ না এলে, পুরোপুরি বন্ধ হয়ে যাবে বিমানে তেল সরবরাহ। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে জ্বালানি খাতে। সংশ্লিষ্টরা বলছেন, বিপনন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথা সময়ে বিষয়টির গুরুত্ব সরকারের উচ্চ পর্যায়ে তুলে না ধরায়, সংকট ঘনিভুত হয়েছে। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিমান পরিচালনার আন্তর্জাতিক ইস্যুকে গুরুত্ব না দেয়ায়, ক্ষুন্ন হচ্ছে দেশের ভাবমুর্তি।
বিপিসির মাধ্যমে আমদানী করা বিমানের জ্বালানি জেট এ-ওয়ান বিতরণকারী একমাত্র প্রতিষ্ঠান পদ্মা ওয়েল কোম্পানী।দৈনিক ১ হাজার ৫০৮ টন বিশেষায়িত এই জ্বালানির চাহিদা রয়েছে বাংলাদেশে। ফুটেজ-১
এতোদিন বিপিসির মাধ্যমে বিদেশি ৬টি সাপ্লাইয়ার কোম্পানীর কাছ থেকে আমদানী করা তেল দিয়ে চাহিদা মেটাতো পদ্মা। কিন্তু দীর্ঘদিন ধরে নিয়মিত বিল পরিশোধ না করায়, বিপিসির কাছে ওই প্রতিষ্ঠানগুলোর বকেয়া পড়েছে ২৯ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ডলার। আর এতেই সরবরাহে লাগাম টেনেছে বিদেশি কোম্পানীগুলো। ফলে ভয়াবহ সংকটে পড়েছে দেশ।
পদ্মা অয়েলের কাছে যে মজুদ আছে, তা দিয়ে ২৯ ডিসেম্বরের পর আর বিমানে তেল সরবরাহ সম্ভব হবে না জানিয়ে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এমনকি সংকটকালীন সময়ে বিদেশ থেকে তেল আনতে এয়ারলাইন্সগুলোকে অনুরোধও জানিয়েছে পদ্মা। এতে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি পদ্মা অয়েল কোম্পানীর দায়িত্বশীল কোনো কর্মকর্তা। তবে বিপিসি সুত্র বলছে, পদ্মা অয়েলের এমডি সময়মতো বিষয়টি গুরুত্ব তুলে না ধরায় হঠাৎ করেই সংকট তৈরী হয়েছে।
সবশেষ অনেক দেন দরবার করে নতুন এলসি খুলে সিঙ্গাপুর থেকে ৯ হাজার টন জেট ফুয়েল কিনেছে বিপিসি। নতুন কেনা জেট ফুয়েলবাহী জাহাজ কুই চি (gfx- 3 বসবে)৩১ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরে পৌছনোর কথা রয়েছে। ইতিমধ্যে জাহাজের গতি বাড়িয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে আনার তাগিদ দিয়েছে বিপিসি। ফুটেজ-২ একই সাথে জাহাজটি নোঙ্গর করার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টগুলোতে জ্বালানী সরবরাহ করতে সংশ্লিষ্ট সবার সহযোগীতা চাওয়া হয়েছে।