বিরোধী দল ও মত দমনে বিচার-বর্হিভূত হত্যাকান্ড অব্যাহত রেখেছে সরকার
- আপডেট সময় : ০৭:২৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশে গুম ও খুনের পেছনে প্রতিবেশী দেশের ইন্ধন আছে কি-না, তা খতিয়ে দেখার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে সকালে ভার্চুয়াল আলোচনায় একথা বলেন তিনি। এ সময় বিরোধী দল ও মতকে প্রতিরোধ করতে সরকার বিচারবর্হিভূত হত্যাকান্ড অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আর ভুক্তভোগীরা তুলে ধরেন নানা প্রতিবন্ধকতার কথা।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে অনলাইনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
এতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যরা ও বিগত দিনে গুম হওয়া পরিবারের স্বজনরা।
এসময় স্বজন হারানো ভুক্তভোগীরা তুলে ধরেন পারিবারিক জীবনে নানা ভোগান্তির কথা।
বিচারবর্হিভূত হত্যাকাণ্ড স্বাধীন বিচার ব্যবস্থাকে হুমকিতে ফেলে, এমন মত সুশীল সমাজের প্রতিনিধিদের।
বিরোধী মতকে দমাতে গুম ও খুনের রাজনীতিই বেছে নিয়েছে সরকার এমন দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি মহাসচিব, গুম, খুন ও বিচারবর্হিভূত হত্যাকান্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
বিগত ১১ বছরে দেশে গুমের শিকার হয়েছেন ৬শ’ ৩ জন এমন তথ্য সভায় তুলে ধরা হয়।