বিচার ব্যবস্থাকে ব্যবহার করে, বিরোধী মত দমনে ব্যস্ত সরকার : ফখরুল
- আপডেট সময় : ০৮:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নিজের সাজা হওয়ার আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এমন আশঙ্কা জানিয়ে তিনি বলেন, কথিত রাষ্ট্রবিরোধী মামলা দ্রুত শেষ করতে সেল গঠন করেছে আইন মন্ত্রণালয়। আগামী দু’মাসের মধ্যেই সরকার এসব মামলা দ্রুত নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মির্জা ফখরুল।
ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে, নব্বইয়ের সাবেক ভিপি সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমানের লেখা নব্বইয়ের গণ আভ্যূথান ও কিছু কথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বইটির মোড়ক উন্মোচন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বক্তব্য রাখেন নব্বইয়ের ছাত্র নেতারা। জানান, নব্বইয়ের মতো আন্দোলনেই বর্তমান সরকারের পতন হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকারের বিরোধীতাকারীদের কারাগারে পাঠানোর ষড়যন্ত্র্ চলছে।
দেশের জনগনের উপর ভর করেই বিএনপি আন্দোলন করছে বলেও জানান তিনি। সুষ্ঠু নির্বাচন ১০টি আসনেও বিজয়ী হতে পারবেনা জেনেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না আওয়ামী লীগ বলেও জানান মির্জা ফখরুল।