বিরোধীদল ছাড়াই নির্বাচনের পাঁয়তারা চলছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৮৫১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ আবারও বিরোধী দল ছাড়া নির্বাচনের পথে হাঁটছে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব। বলেছেন, সরকারের এ আশা আর পূরণ হবে না, আন্দোলনে ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করা হবে। ডিআরইউতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। রোল মডেল নয়, বাংলাদেশকে ক্ষমতাসীনরা গোল মডেল বানিয়েছে উল্লেখ মির্জা ফখরুল বলেন, এদের সাথে কোন সমঝোতা করা হবে না।
রাজধানী ডিআরইউতে ন্যাশনাল পিপলস পার্টির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, নতুন নতুন ফাঁদ পেতে এবং জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় আসার পাঁয়তারা চলছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, ভোটের মাঠ থেকে বিরোধীদল সরিয়ে দিতে সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে।
বিরোধী দলের নেতাদের ফোনে আড়ি পাততে ইসরায়েলের নজরদারি প্রযুক্তি ব্যবহার করছে সরকার, অভিযোগ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।