বিল্ডিং কোড মানাতে নতুন আইন করা হচ্ছে : সালমান এফ. রহমান

- আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১৮ বার পড়া হয়েছে
নির্মাণ ত্রুটি ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বেশিরভাগ ভবনে আগুন লাগে জানিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিল্ডিং কোড মানাতে নতুন আইন করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বক্তারা টেকসই শিল্পায়নের জন্য শক্তিশালী অগ্নিনিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। এসময় দেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানান তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর আয়োজন করে ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইসাব।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তবে নিম্ন মানের সেফটি ইকুইপমেন্ট দেশের শিল্পখাতের জন্য হুমকি বলে জানান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ. রহমান বলেন, ফায়ার সেফটি নিশ্চিতে নতুন আইন করা হচ্ছে।
পরে, এক্সপোতে অংশ নেয়া দেশি-বিদেশি স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা।