বিশিষ্ট ৪২ জন ব্যক্তির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি অযৌক্তিক : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
দেশের ৪২ জন বিশিষ্ট ব্যক্তির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, রাষ্ট্রের অভিভাবক, সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে বিব্রত করতেই এ দাবি করা হয়েছে । সকালে সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমে ব্রিফিংয়ে এ সব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, যে কোন অনিয়মের বিরুদ্ধে তদন্ত করার স্বাধীনতা দুর্নীতি দমন কমিশনের রয়েছে।
সোমবার সকালে সচিবালয়ের নিজ দপ্তরে সমসাময়িক বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় রাষ্ট্রপতির কাছে নির্বাচন কমিশন নিয়ে দেশের ৪২ জন বিশিষ্ট নাগরিকের অভিযোগের সমালোচনা করেন তিনি।
প্রজাতন্ত্রের কোন ব্যক্তি অনিয়ম দুর্নীতির উর্ধ্বে নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দলের ইমেজ নষ্ট হয় এমন বক্তব্য থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা এবং ঐক্যের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন।