বিশেষ গণটিকা কর্মসুচিতে ভ্যাক্সিনের আওতায় ৭৫ লাখ মানুষ
- আপডেট সময় : ০৮:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সারাদেশে গণটিকার বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের আওতায় দেশের সব ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ৭৫ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চলে টিকা কার্যক্রম। তবে তথ্য বিভ্রাটের কারণে কিছুটা বিপাকে পড়েন উত্তর সিটির বাসিন্দারা।
আগে থেকে রেজিস্ট্রেশন করলেও, এসএমএস আসেনি। ফলে, ভ্যাকসিনও পায়নি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর প্রতিটি ওয়ার্ডে আয়োজিত গণটিকার বিশেষ ক্যাম্পেইনে টিকা নিতে এই দীর্ঘ লাইন।
দীর্ঘদিনের টিকার অপেক্ষা শেষে কাঙ্ক্ষিত টিকা পেয়ে উচ্ছ্বাসটা একটু বেশিই তাদের।
তবে, গতবারের ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন ছাড়া ভ্যাকসিন দেওয়া হলেও, এই দফায় কেবল এনআইডি নিয়ে কেন্দ্রে এসে টিকা না নিয়ে ফিরে যেতে হয়েছে অনেককে।
গণটিকা কর্মসূচির সময় নিয়ে বিভ্রান্তি দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দাদের মাঝে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়েছেন তারা। কিন্তু সিটি করপোরেশন জানায়, ডিএনসিসি এলাকায় বেলা আড়াইটা থেকে টিকাদান শুরু হবে।
পরে, এই কর্মসূচী উদ্বোধন করে মেয়র আতিকুল ইসলাম দাবি করেন, পূর্ব নিধারিত সময়ই টিকা দেয়া শুরু করেছেন তারা।
৭৫ লাখ টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন,প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।