বিশ্ব ডিম দিবস আজ
- আপডেট সময় : ১১:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বিশ্ব ডিম দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের সাথে নানা কর্মসূচিতে বাংলাদেশেও পালিত হয়েছে দিনটি। যদিও ১২০ টাকা ডজনের ডিম দু’মাসে উঠেছে ১৫০ টাকায়। ডজনে ৩০ টাকা বৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বিশ্ব ডিম দিবসের আলোচনায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, করোনার ক্ষতির পুষিয়ে নিতে কয়েক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ডিমের বাজার অস্থির করে রেখেছে। তিনি আরো বলেন, বাজার তদারকিতে তৎপর হলে ডিমের দাম স্থিতিশীল রাখা সম্ভব হতো। বিশ্বের প্রায় ৪০ টি দেশে এবার এই দিবসটি উদযাপিত হচ্ছে।
গাইবান্ধায় প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” এই শ্লোগানে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে রেলী ও ডিম বিতরণ করা হয়।
ঝিনাইদহে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইলেও জেলা প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে রেলী ও আলোচনা সভা হয়। এসময় বক্তারা, দেহের পুষ্টি পুরণ ও স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন একটি ডিম খাওয়ার পরামর্শ দেন।
একই শ্লোগানে শেরপুরে ২৫তম বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সুস্থ থাকতে প্রতিদিন এক থেকে দুটি ডিম খাওয়ার পরামর্শ দেন।
বাগেরহাটে সকালে জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে থেকে রেলী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা হয়।