বিশ্ব পর্যটন দিবস আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭১৭ বার পড়া হয়েছে
বিশ্ব পর্যটন দিবস আজ। দিবসটি উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হল ৪ দিনের-বাংলাদেশ ফেস্টিভাল, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
এছাড়া কক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজন করা হয়েছে ৭ দিনের পর্যটনমেলা ও বিচ কার্নিভাল। এবারের প্রতিপাদ্য -পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, আওয়ামী লীগ সরকার পর্যটন শিল্পের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকার ভিত্তিতে এই শিল্পের প্রসারে কাজ করছে। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে।