বিশ্বকাপ উপলক্ষে কাতারে মাদক পাচারের নিরাপদ রুট বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বিশ্বকাপ উপলক্ষে কাতারে মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশকে। উদ্বেগজনক এ তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি জানায়, মিয়ানমার থেকে নৌপথে কক্সবাজারে ঢোকার পর মাদকের চালান পাঠানো হয় কাতারে।
সংঘবদ্ধ পাচার চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের পর এসব তথ্য পাওয়া গেছে। চক্রের কাছ থেকে কোটি টাকার কোকেন ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
২০ নভেম্বর থেকে কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। গ্যালারিতে বসে প্রিয় দলটির খেলা দেখতে ক্রিড়া প্রেমিরা ভীড় করছেন দেশটিতে। আর্থিকভাবে স্বচ্ছল দর্শকদের অনেকেরই রয়েছে মাদকের চাহিদা।
উচ্চমূল্যে নিষিদ্ধ সেই চাহিদার যোগান দিতেই মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী নদীগুলো ব্যবহার করছে অবৈধ মাদক কারবারিরা।
তেমনই ৫ মাদক কারবারি মিন্টু, এজাহার, মুন্না, নাজিম ও মামুন। কাতারগামী বিশ্বকাপ ফুটবলের দর্শক সেজে রাজধানীর খিলক্ষেত থেকে তাদের গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জব্দ করা হয় কোটি টাকা মূল্যের আড়াইশো গ্রাম কোকেন, ৫টি মোবাইল এবং একটি প্রাইভেট কার।
মিয়ানমার থেকে নদীপথে আসা কোটি টাকার কোকেনের গন্তব্য ছিল কাতার, আর উপলক্ষ বিশ্বকাপের উন্মাদনা।
অবৈধ মাদক সিন্ডিকেটের মূল হোতা জাহাঙ্গীর দ্রুত গ্রেফতার হবে বলেও আশা করেন মো. জাফরুল্লাহ কাজল।