বিশ্বকাপ ও অ্যাশেজের মতো ক্রিকেট মহাযজ্ঞের সাক্ষী ২০১৯ সাল
- আপডেট সময় : ০৭:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ও অ্যাশেজের মতো ক্রিকেট মহাযজ্ঞের সাক্ষী ২০১৯ সাল। অবিশ্বাস্য আর নাটকীয়তার ফাইনাল জিতে প্রথমবারের মতো বিশ্বকাপ নিজেদের করে নেয় ইংল্যান্ড। টেস্টে ব্যক্তিগতভাবে একদিকে যেমন আলো ছড়িয়েছেন বেন স্টোকস, স্টিভেন স্মিথ, লাবুশেনের মত তারকারা অন্যদিকে, দল হিসেবে অপরাজেয় ছিলো ভারত।
বিশ্বকাপ। এই ম্যাচটাই যেন পুরো ২০১৯ এর প্রতিচ্ছবি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। বিশ্বকাপের সেরা ফাইনাল।
নির্ধারিত পঞ্চাশ ওভারে সমতা, সমতা সুপার ওভারেও।অবিশ্বাস্য হলেও শিরোপার নিষ্পত্তি হলো বাউন্ডারির হিসাবে। তাতে, প্রথমবারের মতো ইংল্যান্ডের বিশ্বকাপ জয়। তবে হেরেও সারা দুনিয়ার হৃদয় জিতেছে নিউজিল্যান্ড। ব্যাটে বলে অনবদ্য, বেন স্টোকস।
লর্ডস শো যদি ২০১৯ এর সেরা ম্যাচ হয়, বছরের সেরা টেস্ট হেডিংলি আর সিরিজ অ্যাশেজ। এখানেও নায়ক বেন স্টোকস। ৩৫৯ রানের লক্ষ্যে ২৮৯ রানে নয় উইকেট হারানো ইংল্যান্ডকে অবিশ্বাস্য সেঞ্চুরিতে ম্যাচ জেতান স্টোকস। শেষ উইকেটে জ্যাক লিচের সঙ্গে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটিতে।
স্টোকসের মতই টেস্ট ইতিহাসের অন্যতম আরেক সেরা ইনিংসটি খেলেছেন কুশল পেরেরা। দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০৪ লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ২২৬ রানে হারায় নয় উইকেট। তবে শেষ উইকেটে ফার্নান্দোকে নিয়ে ডারবান মহাকাব্য শেষে পেরেরা অপরাজিত থাকেন ১৫৩ রানে।
২০১৯ সালে টেস্টে না হারা ভারত, বিশ্বচ্যাম্পিয়নশিপে টানা সাত ম্যাচ জয়ী। তিন ফরম্যাটেই বছরের সেরা বিরাট কোহলির দল। বুমরাহ, শামি ও চাহাররা পারফর্ম করেছে তিন ফরম্যাটে।
মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব। টেস্টে তিন পেসার মিলে নিয়েছেন ৯৫ উইকেট। বছরের স্ট্রাইক রেইট হিসেবে যা রেকর্ড আর গড় হিসেবে ইতিহাসে দ্বিতীয় সেরা। বছরটা ভারতীয় পেসারদের উত্থানের হলেও ৫৯ উইকেট নিয়ে শীর্ষ বোলার প্যাট কামিন্স। মিচেল স্টার্কের সঙ্গে তাঁর সম্মিলিত শিকার ১০১।
ওয়ানডেতে সবচেয়ে বেশী ৪২ উইকেট মোহাম্মদ শামির। ৩৪ উইকেট নিয়ে সেরা চারে আছেন মোস্তাফিজুর রহমান।
ওয়ানডেতে রানের যুদ্ধ ছিলো বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে। ২৮ ম্যাচে ৫৭.৩০ গড়ে রোহিতের ঝুলিতে ১৪৯০ রান। সাত সেঞ্চুরির ৫টিই আবার বিশ্বকাপে। দু ম্যাচ কম খেলা বিরাট কোহলি রানেও কিছুটা পিছিয়ে, ১৩৭৭এ।
টেস্টে আবার ব্যাটের লড়াইটা ছিলো মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথের মধ্যে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই স্বরুপে স্মিথ। ৮ টেস্ট খেলে বছর শেষ করেছেন ৯৬৫ রানে। তবে ২০১৯ এ সবচেয়ে বেশী ১১০৪ রানের রেকর্ড গড়ে দৃষ্টি কেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নবীশ মারনাস লাবুশেন। খেলেছেন মাত্র ১১ টেস্ট। আরেক নবীন মায়াঙ্ক আগারওয়ালও তাক লাগিয়েছেন দুই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে।
শ্রীলঙ্কার কল্যানে পাকিস্তানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাটা যেমন আলোচিত ঠিক তেমনি ঘটনা বহুল ২০১৯ সালে ডেল স্টেইন, ইমরান তাহির ও আম্বাতি রাইডুদের অবসরে যাওয়াটা বিষাদের।