বিশ্বকাপে কালো রঙের জার্সিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করবে ডেনমার্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপে কালো রঙের জার্সি পরে দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ করবে ডেনমার্ক।
বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণকাজে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক মারা যাওয়াই কাতারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। সবার মনোযোগ মাঠের খেলায় থাকলেও অভিবাসী শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘনের কথা ভুলে যায়নি ডেনমার্ক ফুটবল ইউনিয়ন। ফিফার আইন অনুযায়ী, কোনো ফুটবলার বা ফুটবল দল তাদের জার্সি বা ট্রাউজারে রাজনৈতিক বার্তা রাখতে পারবে না। তাই প্রতিবাদের মাধ্যম হিসেবে ডেনমার্ক বেছে নিয়েছে কালো রঙের জার্সিকে। যেটিকে শোকের রং হিসেবে দেখছে ডেনিশ ফুটবল ইউনিয়ন। ফলে বিশ্বকাপ উপলক্ষে ডেনমার্কের তৃতীয় জার্সিটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ন কালো রঙে।