বিশ্বকাপে মেন্টর থাকবেন কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেননি মাশরাফি
- আপডেট সময় : ১২:৪৪:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ১৬৪১ বার পড়া হয়েছে
তামিম ইকবালের চাওয়ার সঙ্গে প্রধামন্ত্রীর সায় থাকার পরও বিশ্বকাপে মেন্টর হিসেবে থাকবেন কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেননি মাশফরাফী বিন মোর্ত্তজা। বরং বিশ্বকাপে তার কাছে গুরুত্বপূর্ণ তামিমের ফিট হয়ে ওঠা। শতভাগ ফিট হলে বিশ্বকাপে ব্যাট হাতে সব সমালোচনার জবাব দেবেন তামিম, এমন আশার কথা জানালেন ম্যাশ।
হঠাৎ অভিমান করে ক্রিকেট থেকে অবসর। উত্তাল দেশের ক্রিকেট।
তবে, রুদ্ধশ্বাস ২৯ ঘন্টা পর স্বস্তি। গনভবন থেকে প্রধানমন্ত্রীর ডাক। অভিমান ভেঙ্গে আবাবও ক্রিকেট ফিরলেন তামিম ইকবাল। প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাতে একটা আপদারও করেছিলেন তামিম। বিশ্বকাপ মেন্টর হিসেবে চেয়েছিলেন মাশরাফিকে। কিন্তু এ বিষয়ে এখনও সিদ্ধান্তহীন ম্যাশ।
চিকিৎসার জন্য ইংল্যান্ড আছেন তামিম। সাবেক অধিনায়কও গুরুত্ব দিচ্ছেন তামিমের ফিটনেসে।
আইসিসি ইভেন্টে পারফরম্যান্স বিবেচনায় মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে নেয়া উচিত বলে মনে মাশরাফী।