বিশ্বজুড়ে অমিক্রন আক্রান্তদের ৯৮ শতাংশই বিএ.ওয়ান উপধরনে সংক্রমিত
- আপডেট সময় : ০৯:৩৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে ওমিক্রনের নতুন ধরনের বিস্তার বাড়ছে ইউরোপের কয়েকটি দেশে। বাকি দেশগুলোর তুলনায় ডেনমার্কে দ্রুত ছড়িয়ে পড়েছে অমিক্রনের উপধরন বিএ.টু। ধরনটি অনেক বেশি সংক্রামক। টিকা নেওয়া ব্যক্তিদের সংক্রমিত করার ক্ষমতাও এর বেশি। এ তথ্য পাওয়া গেছে ডেনমার্কের এক গবেষণায়।
বিশ্বজুড়ে অমিক্রন আক্রান্তদের ৯৮ শতাংশই বিএ.ওয়ান উপধরনে সংক্রমিত। তবে, ডেনমার্কে দ্রুতই বাড়ছে বিএ.টু-এর সংক্রমণ। অন্যদিকে আরেক গবেষণায় উঠে এসেছে, ডেলটার বিরুদ্ধে কার্যকর সিনোভ্যাক ও সিনোফার্মের টিকা। গবেষকরা বলছেন, সিনোভ্যাক ও সিনোফার্মের তৈরি করোনার টিকাগুলো ডেলটা সংক্রমণ ঠেকাতে ৫২ শতাংশ এবং জটিলতা ঠেকাতে ১০০ শতাংশ কার্যকর। এদিকে, সংসদ সদস্যদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ায় অধিবেশন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইরান। সংক্রমণে হাজারের বেশি মৃত্যু হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রে। ২৪ ঘণ্টায় ভারতে প্রাণহানি ১ হাজার ২১৮ জনের।যুক্তরাষ্ট্রে মারা গেছেন এক হাজার ১৫৩ জন।