বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৯:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।আর মৃত্যু হয়েছে সোয়া ৩ লাখ মানুষের ।
অঞ্চল হিসেবে করোনার রোগী সবচেয়ে বেশি রয়েছে ইউরোপে। এই অঞ্চলে ১৮ লাখ ২৫ হাজারের বেশি আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রাশিয়ায়। দেশটিতে রোগীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় রাশিয়ায় রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৭৬৪ জন। মারা গেছেন ১৩৫ জন। স্পেনে মৃত্যু হয়েছে প্রায় ২৭ হাজার ৮০০ করোনা সংক্রমিত রোগীর। ইতালিতে মৃত্যু ৩২ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যে মৃত্যু ৩৫ হাজারের ও বেশি। ফ্রান্সে মৃত্যু ছাড়িয়েছে ২৮ হাজার । ইউরোপের পর সবচেয়ে বেশি রোগী রয়েছে উত্তর আমেরিকায়। এই অঞ্চলে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ। মারা গেছেন ১ লাখের বেশি। চীনের উহানে গত ৩১ ডিসেম্বর মানুষের অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।