বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে
- আপডেট সময় : ০২:০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণ বেড়েই চলেছে। নতুন করে ২ লাখ ৩০ হাজার ৭০ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টার হিসেবে এটা সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র সর্বশেষ ২৪ ঘণ্টায় পাওয়া তথ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকায়। একদিনের ব্যবধানে বিশ্বে করোনা রোগী শনাক্তের আবারও রেকর্ড হল। এর আগে ১০ জুলাই এক দিনে দুই লাখ ২৮ হাজার ১০২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর জানিয়েছিল ডব্লিউএইচও। এতদিন সেটাই ছিল বিশ্বে ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সর্বোচ্চ সংখ্যা।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ড্যাশবোর্ডের হিসেবে নতুন আক্রান্তদের নিয়ে বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে শনাক্ত মোট রোগীর সংখ্যা ছিল ১ কোটি ২৮ লাখ ৭৭ হাজার ৫৫১ জন।
কোভিড-১৯ এ দৈনিক মৃত্যুর সংখ্যা গত বেশ কিছুদিন ধরে পাঁচ হাজারের কাছাকাছি রয়েছে।