বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে

- আপডেট সময় : ০৮:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৪ হাজার ৪২৬। এরমধ্যে এক লাখ ৫৩ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।
মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ৩৭ হাজার প্রাণহানীর পর গোটা বিশ্বে এই ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু স্পেনেই। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া শনিবারের হালনাগাদ হিসাব প্রকাশিত হওয়ার পর এমনটা জানা গেছে। শুক্রবার দেশটিতে করোনায় আরও ৫৬৫ জন প্রাণ হারিয়েছে। স্পেনে এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৩ জন। তবে প্রকৃত মৃতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে অভিযোগ উঠেছে। ইরানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৭৩ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬৮ জন।