বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ৫২ হাজার ছাড়িয়েছে । এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে এক কোটি ২১ লাখ ৬৪ হাজার ১৭৩।
চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৭০ লাখ ৩০ হাজার ছয়জন।আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ এখনও দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপে নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে । এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫৮ হাজার ৯৩২। মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ৮৬২ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৬ হাজার ১৯৬। এর মধ্যে ৬৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে।