বিশ্বজুড়ে লাগামহীনভাবে বাড়ছে প্রাণঘাতি করোনার সংক্রমণ ও মৃত্যু
- আপডেট সময় : ০৯:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে লাগামহীনভাবে বাড়ছে প্রাণঘাতি করোনার সংক্রমণ ও মৃত্যু। একদিনে শনাক্তের হিসাব ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড। বিশ্বে নতুন শনাক্ত হয়েছে ৩১ লাখ ৪৫ হাজার ৯১৬ জন। সাথে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩২ জন।
পশ্চিমা বিশ্বে দৈনিক মৃত্যু ও সংক্রমণে শীর্ষে এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে বুধবার ৮ লাখের ওপর মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। টানা তৃতীয় দিনের মতো প্রাণ হারিয়েছে ২ হাজারেরও বেশি মানুষ। বেহাল দশা ফ্রান্সেও। দেশটিতে একদিনে ৩ লাখ ৬২ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। পরের অবস্থানেই আছে ইতালি। নতুনভাবে দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় ২ লাখ।
জার্মানিতেও ওমিক্রনের সংক্রমণ বাড়ছে উদ্বেগজনকহারে। মহামারি শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে দেশটিতে । ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৮০ হাজার ৪৩০ জন এবং মারা গেছেন ৩৮৪ জন।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে শনাক্ত ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। বুধবার রাজধানী নয়াদিল্লিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০ জন । গত ৬ মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি।
করোনার টিকা নিয়ে আবারো সতর্কবাণী শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম। বলেন, যারা এখনও করোনার টিকা নেননি, ওমিক্রন তাদের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে বলে।
এছাড়া প্রাণঘাতী এ মহামারি মোকাবেলায় সকলকে দ্রুত টিকা নেয়ার আহ্বান জানান হু এর মহাপরিচালক।
২০২১ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন।এর পর ভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত ১৩০টিরও বেশি দেশে ছড়িয়েছে । করোনাভাইরাসের অন্য ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ৭০ গুণ বেশি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।