বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ৮ কোটি ১৫ লাখ মানুষ সুস্থ হয়েছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ১৫ লাখ মানুষ। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে।
শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ছাড়িয়েছে। এ সময়ে মারা গেছেন ২৪ লাখ ১১ হাজারের বেশি মানুষ। সোমবার সকাল পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। ওয়ার্ল্ডো মিটারের সর্বশেষ তথ্য বলছে, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। একই সময়ে বিশ্বে করোনায় মারা গেছেন ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জন।