বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্ত ৬১ লাখ ৬৫ হাজার ১৮১

- আপডেট সময় : ০২:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৯৯৫ জন। আর মোট আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৬৫ হাজার ১৮১ জন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এক লাখ ৪ হাজার ৩৫৮ জন মানুষ মারা গেছে। আর আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৮৯ হাজার ৩৬৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ব্রাজিলে, এরই মধ্যে ৫ লাখ ছাড়িয়েছে। রাশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৮৪৩ জন, যুক্তরাজ্যে ২ লাখ ৭৬ হাজার ১৫৬ জন, ইতালীতে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন এবং ভারতে ১ লাখ ৯০ হাজার ৬০৩ জন। যুক্তরাজ্যে মারা গেছে ৩৮ হাজার ৫৭১ জন, ইতালীতে ৩৩ হাজার ৭১৫ জন, ব্রাজিলে ২৯ হাজার ৩১৪ জন, ফ্রান্সে ২৮ হাজার ৮০৫ জন এবং স্পেনে ২৭ হাজার ১২৭ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২শ’১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।