বিশ্বমানের জ্যাকেট এখন তৈরি হচ্ছে বগুড়ায়

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
- / ১৫৭১ বার পড়া হয়েছে
তীব্র শীতে উষ্ণতার ছোঁয়া পেতে জ্যাকেটের জুড়ি নেই। বিশ্বমানের এই জ্যাকেট এখন তৈরি হচ্ছে বগুড়ায়। আধুনিক আর মনকাড়া ডিজাইনের জ্যাকেটগুলো যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
চায়না, ভারত বা অন্যদেশ থেকে যে ধরনের জ্যাকেট আমদানি করা হতো, সেসব এখন তৈরি হচ্ছে বগুড়ায়। ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অনেক মিনি গার্মেন্ট। তৈরি হচ্ছে আকর্ষণীয় রং আর আধুনিক ডিজাইনের ছোট ও বড়দের বিভিন্ন ধরনের জ্যাকেট। আমদানিকৃত জ্যাকেটের চেয়ে মান ভাল, দামও কম।
এই জ্যাকেটের চাহিদাও অনেক বেশি। সরবরাহ করতে হিমশিম অবস্থা গার্মেন্ট মালিকদের। সাশ্রয়ী দামে পছন্দের জ্যাকেট কিনতে পেরে খুশি ক্রেতারা।
এই শিল্পের সম্প্রসারণে সহজ শর্তে ঋণ আর প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানান গার্মেন্ট মালিকরা।
আমদানী নির্ভরতা কমাতে জ্যাকেট শিল্পের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি, এ অঞ্চলের মানুষের।