বিশ্বমানের ১৭টি টাগ বোট নির্মাণ চুক্তি সম্পন্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ডে ১৬৬ কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের ১৭টি টাগ বোট নির্মাণ চুক্তি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি।
দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে নৌ-বাহিনীর ডকইয়ার্ডে কিল লেয়িং অনুষ্ঠানে এই তথ্য জানান নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরি। দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত ৩৫টি ড্রেজারকে পরিচালনার জন্য কানাডার বরার্ট এলাইনের নকশা অনুযায়ী আর্ন্তজাতিক মানসম্পন্ন ১৭টি টাগ বোর্ড নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপে ১০টি এবং দ্বিতীয় ধাপে ৭টি নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এগুলো নির্মাণ সম্পন্ন করে বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হবে।