বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৭৮০
- আপডেট সময় : ০১:০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ ৬০ হাজার ৭৮০। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মারা গেছেন প্রায় ১২ লাখ মানুষ।
করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ৩০ হাজার ৩৪৫ জন। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ১৬ হাজার ১৮৬। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৮১ লাখ ৩৭ হাজার ১১৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৪১ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৯ হাজার ৮৮৪ জন। এদিকে, করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গোটা যুক্তরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার ওই লকডাউন ঘোষণা করেন। আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪ সপ্তাহের জন্য নতুন করে এ লকডাউন ঘোষণা করা হয়। আগামী ২ ডিসেম্বর থেকে এ লকডাউন তুলে নেয়া হবে।