বিশ্বে মহামারি করোনায় মৃতের সংখ্যা এখন ১১ লাখ ৫৯ হাজার
- আপডেট সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মহামারি করোনায় মৃতের সংখ্যা এখন ১১ লাখ ৫৯ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪ কোটি ৩৩ লাখ ২৮ হাজার। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪ হাজার ৭৯৩ জন। একই সময়ে ভাইরাসটিতে প্রাণ গেছে ৪ হাজার ৪৯৮ জনের। এদিকে করোনার বিস্তার রোধে স্পেনে জরুরি অবস্থা এবং রাত্রিকালীন কারফিউ ঘোষণা করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ১৯ লাখের বেশি মানুষ। দ্বিতীয় ধাক্কা সামলাতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ইউরোপের দেশ স্পেন। এ ছাড়াও জরুরি অবস্থা জারি করেছে দেশটি। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সেনচেজ ঘোষণা দিয়েছেন, রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এছাড়াও অভ্যন্তরীন ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন সরকার। করোনা দ্বিতীয় ধাক্কা ঠেকাতে নতুন করে বিধিনিষেধ দিয়েছে ইতালি। সোমবার থেকে সিনেমা, সুইমিং পুল, থিয়েটার ও জিম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বার ও রেস্তোরায় সন্ধা ছয়টা থেকে বসে খাওয়া যাবে না। এদিকে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা-পিএলসির প্রক্রিয়াধীন কোভিড-১৯ প্রতিষেধক করোনা-ভাইরাস আক্রান্ত প্রবীণদের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম বলে জানানো হয়েছে।