বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
- আপডেট সময় : ০৭:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৮১৫ বার পড়া হয়েছে
বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর আগারগাওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লেদার ফুটওয়্যার এন্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো’র উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ-সহ চলমান সংঘাত বন্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। চামড়াজাত পণ্য আরও বেশি রপ্তানির সুযোগ সৃষ্টি করে নতুন বাজার তৈরির পাশাপাশি বিশ্বমানের বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলেও জানান সরকার প্রধান।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-ব্লিস এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চামড়া শিল্পের সম্ভবনা ও উন্নয়নের নানা দিক তুলে ধরে, সরকার প্রধান এ শিল্পে আমদানি নির্ভরতা কমানোর তাগিদ দেন।শেখ হাসিনা জানান, দেশের অর্থনীতির পরিধি আরো বাড়াতে নতুন নতুন বাজার তৈরিতে যেমন জোর দেয়া হচ্ছে তেমনি বিনিয়োগের সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে।
বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ ও অস্ত্রের খেলা বন্ধ করতে আন্তর্জাতিক সম্পদায়ের প্রতি আহ্বান জানান তিনি। দেশের বাণিজ্য সম্প্রসারণের পথে আমলাতান্ত্রিক জটিলতা নিরসণ করতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।