বিশ্বের সবচেয়ে’ বেশি ভাঙনপ্রবণ নদীর তালিকার শীর্ষে পদ্মা
- আপডেট সময় : ০২:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ নদীর তালিকায় শীর্ষে রয়েছে পদ্মা। যুক্তরাষ্ট্রের মহাকাশ বিষয়ক সংস্থা নাসা- এক গবেষণায় বলেছে, ১৯৬৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে প্রায় ২৫৬ বর্গমাইল এলাকা পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে, যা ঢাকা মহানগরীর আয়তনের প্রায় আড়াই গুণ। প্রতিবেদনে পদ্মাকে বিশ্বের সবচে’ দ্রুত ভাঙনপ্রবণ নদী হিসেবে চিহ্নিত করা হয়। তবে গবেষকরা বলছেন, নদীশাসনের উদ্যোগগুলো সময়োপযোগী না হওয়ায় ভাঙন ঠেকাতে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। ফল বছরকে বছর বিপুল অর্থ ও সম্পদ অপচয়ই হচ্ছে।
গেল বছরের ডিসেম্বরে বিশ্বের গুরুত্বপূর্ণ বিজ্ঞান সাময়িকী- স্প্রিংগার নেচার ১০৫ বছরে পদ্মার ভাঙন বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ১৯১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পদ্মার ভাঙনে বাংলাদেশে বিলীন হয়েছে এক হাজার ৭৪৯ বর্গকিলোমিটার এলাকা। আর পলি পড়ে গড়ে উঠেছে এক হাজার ৩১৬ বর্গকিলোমিটার। অর্থাৎ এই সময়ে ভাঙাগড়ায় ৪৩৩ বর্গকিলোমিটার ভূমি হারিয়েছে পদ্মাপাড়ের মানুষ। তবে বিভিন্ন সময়ে এ ধরনের ভাঙন ঠেকাতে যে ধরনের উদ্যোগ নেয়া হয়েছে, তা গবেষণাভিত্তিক না হওয়ায় ফল মিলছে না- এমন অভিযোগ বিশ্লেষকদের।
গেল তিন দশকে বাংলাদেশে স্বাভাবিক প্রবাহ হারিয়েছে পদ্মা। এর পেছনে ফারাক্কা ব্যারেজে ন্যায্য হিস্যা না পাওয়াকেও বড় করে দেখা হচ্ছে। তবে বর্তমানে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে ফারাক্কা সমস্যার সমাধান করা যেতে পারে বলে মনে করেন গবেষকরা।বর্ষায় পদ্মায় থাকে সর্বগ্রাসী রূপ। আর শুষ্ক মওসুমে পানির জন্য ওঠে হাহাকার। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে প্রয়োজনে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের যৌক্তিকতা তুলে ধরা উচিত বলে মত দেন তারা
কেবল এবারের বর্ষাতেই পদ্মার ভাঙন অস্থায়ীভাবে ঠেকাতে এরই মধ্যে প্রায় ৫০ কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ডে।