বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নত করার আহ্বান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৪:৩২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী পণ্যের মূল্য বাড়লেও সস্তায় শিক্ষা-উপকরণ দিতে কার্পণ্য করেনি সরকার। সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় কারিগরি শিক্ষার উন্নয়নসহ আধুনিক জ্ঞানসম্পন্ন জাতি গঠনে সবাইকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রতিবেদন হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পরে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের ফলাফল পরিসংখ্যান তুলে দেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শিক্ষার গুরুত্ব দিয়েছেন বলে বাংলাদেশ আজ শিক্ষা ব্যবস্থায় সফল। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করায় দ্রুত পরীক্ষার ফলাফল দিতে পেরেছে সরকার।
পরীক্ষার্থীর সংখ্যা কমার কারণ বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে সরকার প্রধান বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মান উন্নত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী পণ্যের মুল্য বাড়লেও শিক্ষা উপকরন দিতে কার্পণ্য করেনি সরকার।
পরীক্ষার অকৃতকার্যদের মন খারাপ না করে আগামীর জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানান শেখ হাসিনা।
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী।
হেদায়েত উল্যাহ সীমান্ত,এসএটিভি,ঢাকা।