বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে চোখের জলে বিদায় দিলেন ভক্তরা। এ সময় অশুভশক্তি বিনাশ করে দেবী করোনামুক্ত বিশ্ব উপহার দেবে বলে বিশ্বাস ভক্তদের। পাঁচদিনব্যাপী দুর্গোৎসবের দশমীতে মণ্ডপে মণ্ডপে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে ঘটে সমাপ্তি। হিন্দু বিশ্বাসে- টানা পাঁচদিন মৃন্ময়ীরূপে মণ্ডপে মণ্ডপে থেকে ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে।এর আগে মণ্ডপে মণ্ডপে নারীরা সিঁদুরের রঙে রাঙিয়ে তোলেন একে অপরকে।
শঙ্খধ্বনি, ঢাক-কাসোরের সুর আর ভক্তদের পুজো-অর্চনায় দেবী-দুর্গার এই বিদায়ের আয়োজন। দশমী বিহিত পূজাশেষে বিকেলে দলে দলে ঢাকার ওয়াইজঘাটে দেবী-দুর্গার প্রতিমা নিয়ে আসে ভক্তরা।
রাজধানীর বিভিন্ন মন্ডপ থেকে ট্রাকে করে আসে দেবী-দুর্গার অসংখ্য প্রতিমা।
করোনার কারণে এবারের দুর্গাপূজার আয়োজন ছিল কিছুটা সীমিত। মন্দিরে আলোকসজ্জা, সাংস্কৃতিক উৎসব, আরতি ও প্রসাদ বিতরণও করা হয়নি। এছাড়া দশমীর দিনে ছিল না বিজয়ার শোভাযাত্রা।
এবার দেবী এসেছেন দোলায়, আর বিদায় নিয়েছেন গজে চড়ে। মর্ত্যলোক ছেড়ে স্বামীগৃহ কৈলাশের পথে দেবী দুর্গা। তাইতো ভক্তদের মন বিষন্ন।
এর আগে ঢাকা মহানগরীর ২৩৩টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হয় বিজয়া দশমীর বিহিত পূজা।
মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত যুদ্ধের পর দশম দিনে জয়ী হন দেবী দুর্গা। এ জন্যই বিজয়া। সেই লোকাচার আনন্দের সিঁদুর খেলা হিসেবে পরিণত হয়েছে।
অশুভশক্তি বিনাশ করে দেবী করোনামুক্ত পৃথিবী উপহার দেবে বলে বিশ্বাস ভক্তদের।