বিস্ফোরক সংকটে দিনাজপুরে পাথর উত্তোলন বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
পাথর উৎপাদন কাজে ব্যবহৃত বিস্ফোরক অ্যামালসন এক্সপোসিভ সংকটে পঞ্চমবারের মতো দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন সরকারের লোকসান হচ্ছে প্রায় দেড় কোটি টাকা।
সকাল থেকে খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম-জিটিসি উত্তোলন বন্ধ করতে বাধ্য হয়েছে। তবে কি কারণে বন্ধ রাখা হয়েছে পাথর উৎপাদন সে বিষয়ে নির্দিষ্ট কোন কারণ দেখাতে পারেনি কর্তৃপক্ষ। দৈনিক গড়ে সাড়ে ৫ হাজার মেট্রিকটন পাথর উত্তোলন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সরকারের লোকসান হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। এছাড়া সরকারি উন্নয়ন কাজে মধ্যপাড়ার পাথর ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো পাথর সংকটে চলমান নির্মাণ কাজ ব্যাহত হবে বলে শঙ্কা সংশ্লিষ্ট সূত্রের। এর আগে একই কারণে গত ১২ মার্চ পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়।