বিস্ফোরণের পর এখনও সরিয়ে নেয়া হয়নি সাগর নন্দিনী-২
- আপডেট সময় : ০১:৩২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে জ্বালানি তেলের ট্যাঙ্কারে দ্বিতীয় দফায় বিস্ফোরণের পর এখনও সরিয়ে নেয়া হয়নি বিধ্বস্ত জাহাজ সাগর নন্দিনী-২। অপসারণ করা হয়নি তেল। ফলে আতঙ্ক কাটেনি নদী পারের মানুষদের। ফায়ার সার্ভিস বলছে, এখনও জাহাজে চার কন্টেইনার তেল মজুদ আছে, ঝুঁকি থাকায় শতর্ক অবস্থায় আছেন তারা। তবে শীঘ্রই তেল সরিয়ে নেয়ার প্রকৃয়া শুরু হবে।
ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফা বিস্ফোরণের পর তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২, রাত ভর জ্বলতে থাকে। ফায়ার সার্ভিস এবং কোষ্টগার্ডের চেষ্টায় ১১ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। এখনো বিধ্বস্ত জাহাজের চেম্বারে জ্বালানি তেল রয়ে গেছে। ফলে আতঙ্ক কাটেনি নদীপারের বাসিন্দাদের।
দুর্ঘটনা কবলিত জাহাজ ভাসিয়ে রাখতে ২য় দফা বিষ্ফোরণের তিনদিন পর বৃহস্পতিবার একদল উদ্ধার কর্মী জাহাজের চেম্বার থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করে। যাতে এটি ডুবে গিয়ে নদীর পানিতে তেল মিশে নতুন করে পরিবেশ বিপর্যয়ের কারণ না হয়। জাহাজটি শহরের পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদী থেকে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।
পানি অপসারণ না করলে জাহাজটি যে কোন সময় ডুবে যেতে পারে, তাই পানি সরানোর উদ্যোগ নেয়া হয়েছে। এখনও জাহাজে দুই কন্টেইনার পেট্রোল ও দুই কন্টেইনার ডিজেল অক্ষত অবস্থায় রয়েছে। তাই শতর্ক কোষ্টগার্ড, নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
গত ২ জুলাই সুগন্ধা নদীতে নোঙর করা অবস্থায় জ্বালানী তেলবাহী ট্যাঙ্কার সাগর নন্দিনী-২’এর বিস্ফোরণে ৪ জন মারা যায়। এর মাত্র দুদিন পর একই ট্যাঙ্কারে দ্বিতীয় দফা বিস্ফোরণে পুলিশ সদস্যসহ দগ্ধ হন ১৪ জন।