বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি
- আপডেট সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি লাল সবুজের, পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে একাত্তরের সেই সব বীর শহীদদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ছিল সব শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভীড়। দুর্নীতি ও, অনিময় এবং সাম্পদ্রায়িকতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে যাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ছিল সবার কণ্ঠে।
ভোরের সূর্য উঠার সাথে সাথেই মুক্তিযুদ্ধের বিজয় এবং স্বাধীনতার ৫০তম বছরে পদার্পণ করে লাল সবুজের বাংলাদেশ। মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সন্ধিক্ষণে.. বীর শহীদের প্রতি হৃদয় কোণে জমে থাকা উষ্ণতার কাছে উপেক্ষিত শীতের কাঁপন। কুয়াশার চাদরে ঢাকা ভোরে সবাই উপস্থিত, একাত্তরের বীর শহীদদের স্মৃতি বিজড়িত সাভার জাতীয় স্মৃতি সৌধে। ফুলেল শ্রদ্ধা জাতীর সূর্য সন্তানদের প্রতি।
বেলা যত গড়ায় ততই বাড়তে থাকে ভীড়। বিজয়ের এই দিনে সবার পোশাকেও ছিল লাল সবুজের আধিক্য। শ্লোগানে মুখর হয়ে উঠে জাতীয় স্মৃতি সৌধ।বড়দের এই শ্রদ্ধা জানবার আনুষ্ঠানিকতায় সঙ্গী ছিলেন ছোটরাও। যাদের কারণে স্বাধীনতা, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ছিল সবার চোখে মুখে।
শ্রদ্ধা জানবার এই মিছিলে শরীক হন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারাও। মৌন আবেগে স্মরণ করেন রণাঙ্গনের শহীদ সাথীদের। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ নিয়ে নিজেদের অনুভূতিও তুলে ধরেন জাতির বীর সন্তানরা।
বিগত ৫ দশকের মূল্যায়নে নিজেদের হতাশা ও ক্ষোভের কথাও জানান কেউ কেউ।