বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আজ ৮৭তম জন্মবার্ষিকী
- আপডেট সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী আজ । ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ। তার গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। সেই থেকে উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে এলাকাটি। এদিকে, নানা আয়োজনে ল্যান্স নায়েক বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৮৭ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
নড়াইল শহর থেকে ১০কিলোমিটার দূরে নূর মোহাম্মদ নগরে ২০০৮ সালে নির্মিত হয়েছে-বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’। এছাড়া নূর মোহাম্মদ শেখের বসতভিটায় নির্মিত হয়েছে ‘স্মৃতিস্তম্ভ’। এছাড়া এলাকার কয়েকটি রাস্তাঘাট এবং এলাকাবাসীর উদ্যোগে নূর মোহাম্মদের নামে একটি স্কুল ও একটি কলেজ নির্মিত হয়েছে। মহান এই বীরের প্রতি সম্মান দেখিয়ে এলাকার উন্নয়নে খুশি এলাকার নানা শ্রেণীপেশার মানুষ।
গ্রামের কয়েকটি রাস্তা পাকা হলেও আরো কিছু রাস্তাঘাট নির্মাণ এবং কলেজ মাঠটি সম্প্রসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে বসত ভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভ এলাকায় বাউন্ডারি না থাকায় অরক্ষিত রয়েছে স্মৃতিস্তম্ভটি। বিশ্রামাগার, টয়লেট না থাকায় দুর্ভোগে পড়তে হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের।
নূর মোহাম্মদের স্মৃতি সংরক্ষণে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন।