বুদ্ধের অহিংসার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দেবার আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
সমৃদ্ধ এবং শান্তিময় বাংলাদেশ গড়তে মহামতি বুদ্ধের অহিংসার শিক্ষা সবার মাঝে ছড়িয়ে দিতে বৌদ্ধ ধর্মগুরু ও নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, সততা ও নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে সবার উচিত নিজেকে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
শুভ বৌদ্ধ পূর্ণিমা ২০২৩ উপলক্ষে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন। এসময় রাষ্ট্রপতির সহধর্মিনী ড. রেবেকা সুলতানা সঙ্গে ছিলেন।
আনুষ্ঠানিক বক্তব্যে সুখী সৃমদ্ধ বাংলাদেশ গড়তে বৌদ্ধ ধর্মগুরু ও নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সৎ সুন্দর জীবনের মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।