বুধবার থেকে বঙ্গবাজারে অস্থায়ী দোকানে বসবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
- আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বুধবার থেকেই বঙ্গবাজার মার্কেটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অস্থায়ী দোকানে বসবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি। সেই লক্ষ্যে সকাল থেকে পোড়া বর্জ্য অপসারণের কাজ জোরদার করা হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিয়েছে আমিন জুয়েলার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তবে অনেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এখনো জানেন না, সহায়তার অর্থ তারা কিভাবে পাবেন।
জীবন আর জীবীকার সন্ধানে ছুটে চলেছেন সর্বনাশা আগুনে নিঃস্ব মানুষগুলো। কুমিল্লার চৌদ্দগ্রামের বিল্লাল হোসেনের ছিল চারটি দোকান। সব কিছু হারিয়ে তিনি এখন দিশেহারা । এখন তার অবলম্বন একটি পোড়া থাল আর একটি ভাঙ্গারি।
তার মতো আরো অনেক ব্যবসায়ী সব কিছু হারিয়েছেন । তাদের অনেকে জানেন না কি ভাবে সহায়তার অর্থ এবং অস্থায়ী দোকান তারা বুঝে পাবেন।
এদিকে, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ২০ লাখ টাকার চেক দোকান মালিক সমিতির কাছে বুঝিয়ে দিয়েছে আপন জুয়েলাস। এ সময় তালিকা জমা দেয়া নিয়ে কথাও বলেন দোকান মালিক সমিতির সভাপতি।
এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার ব্যবসায়ীল তালিকা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আগুনের হাত থেকে যতটুকু মালামাল রক্ষা করা গেছে। তা দিয়ে কেউ কেউ দোকান খুলে বসেছেন।