বুধবার থেকে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহন ও শিল্প-কারখানা, খুলবে দোকানপাট
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
আগামী বুধবার থেকে সারাদেশে চালু হচ্ছে গণপরিবহন ও শিল্প-কারখানা, খুলবে দোকানপাট। করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করে গতকাল নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার।
ফলে বর্তমান কঠোর বিধিনিষেধ ১০ আগস্ট রাত ১২টার পর আর কার্যকর থাকবে না। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে বিধিনিষেধ শিথিলের কথা উল্লেখ করে জানানো হয়, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতেই নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানাতে কড়া নজরদারি রাখবে প্রশাসন।