বুয়েট জঙ্গিবাদের কারখানা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: কাদের
- আপডেট সময় : ০৭:৫৭:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ছাত্ররাজনীতি বন্ধের নামে বুয়েটে মৌলবাদ ও জঙ্গিবাদের কারখানা করা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি জানান, বুয়েটে চলমান আন্দোলনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। স্বাধীনতার ঘোষক ও ঘোষণা নিয়ে বিতর্কের সমালোচনা করে, সে সময় বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতার ঘোষণা দেয়ার ম্যান্ডেট কারো ছিল না বলে জানান ওবায়দুল কাদের।
তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে দলের চট্টগ্রাম বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশের রিজার্ভ নিয়ে বিএনপি মিথ্যাচার করছে অভিযোগ করে, তাদের ভারতীয় পণ্য বর্জনের সমালোচনা করেন তিনি।
বুয়েটের চলমান আন্দোন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সেদিন কোনো রাজনৈতিক কর্মসুচী ছিলো না। আর রাজনীতি করলে বুয়েটে যাওয়া যাবে না, এটা কোন ধরনের নিয়ম।
স্বাধীনতার ৫৩ বছর পরও ঘোষক নিয়ে বিতর্ক হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ৭০এর নির্বাচনের পর স্বাধীনতা ঘোষনার একমাত্র বৈধ অধিকার ছিলো বঙ্গবন্ধুর।