বুয়েটে ছাত্র রাজনীতি চালুর দাবিতে ছাত্রলীগের শোডাউন
- আপডেট সময় : ০৭:৫৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৬১৪ বার পড়া হয়েছে
অবিলম্বে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালুর দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এ আল্টিমেটাম দেন। তিনি বলেন, বুয়েটের হল থেকে বহিস্কৃত ইমতিয়াজ রাব্বির সিট ফিরিয়ে দিতে হবে। এদিকে ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। ২০তম ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষায় একজন ব্যতীত সব শিক্ষার্থী অংশগ্রহণ করা থেকে বিরত ছিলেন। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ছাত্রলীগের এই প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ, থানা ও মহানগরের নেতাকর্মীরা জড়ো হন।
ছাত্রলীগ নেতারা বলেন, শিগগিরই বুয়েট ক্যাম্পাসে কমিটি দিতে হবে। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ রাব্বীর বুয়েটের হলের সিট ফেরত দেয়ার দাবি জানান তারা ।
অবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি চালুর আহবান জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ।
পরে ছাত্রলীগ নেতারা বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
এদিকে, দাবি আদায়ে সকাল থেকে অবস্থান কর্মসুচি থাকলেও তা স্থগিত করে, বিকেলে সংবাদ সম্মেলন করে দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানান সাধারণ শিক্ষার্থীরা।
তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে বুয়েটে ছাত্ররাজনীতি চালু হতে পারে।
২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে ক্যাম্পাসে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি।