বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট বিদ্রোহী সৈন্যদের হাতে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হয়েছেন। আজ দেশটির নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা ও পশ্চিম আফ্রিকার এক কূটনীতিক এ তথ্য জানিয়েছেন।
সকালে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বেশ কয়েকটি সাঁজোয়া যানে গুলির চিহ্ন দেখা গেছে। গতকাল বেশ কয়েকটি সামরিক ক্যাম্প থেকে কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির শব্দ শোনা যায়। ওই সময় সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা অস্বীকার করেছে। দেশটির ক্ষমতা সেনাবাহিনী দখলে নিয়েছে বলে শোনা গেলেও অভ্যুত্থান ঘটেনি বলে জানিয়েছে বুরকিনা ফাসো সরকার। সেনানিবাসে গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেছে তারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপ্রধান আটক হননি। সেনাসদস্যদের হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে, অনেক সেনানিবাসের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে বলে জানান তিনি।