বুস্টার ডোজ সপ্তাহেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন অনেকেই
- আপডেট সময় : ০৯:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
বুস্টার ডোজ সপ্তাহেও প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন অনেকেই। সঠিক সময়ে মেসেজ না আসা এবং দেশে করোনার প্রভাব কমে গেছে মনে করে আগে নেননি তারা। মর্ডানা আর ফাইজারের বুস্টার টিকা দিচ্ছে, ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়- বিএসএমএমইউ। হাসপাতালটিতে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। ঘাটতি পড়ার কোন আশংকা নেই বলে জানান বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম খান।
কোভিড নাইন্টিন সংক্রমণ ঠেকাতে গত ৪ থেকে ১০ জুন পর্যন্ত দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করছে স্বাস্থ্য অধিদপ্তর। বয়স ১৮ বছরের বেশি এবং দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হলেই বুস্টার ডোজ দেয়া হচ্ছে।
মেসেজ দেরিতে পাওয়া এবং করোনার প্রভাব কমে গেছে মনে করে আগে নিতে পারেনি বলে জানায় টিকা গ্রহণকারীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত বুস্টার টিকার মজুদ রয়েছে। ঘাটতির কোন আশংকা নেই বলে জানান, বিএসএমএমইউ পরিচালক।
বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় ডোজ নিচ্ছে অনেকে।