বুস্টার ডোজের পদক্ষেপ মহামারী আরও দীর্ঘস্থায়ী করছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বুস্টার ডোজের পদক্ষেপ মহামারী আরও দীর্ঘস্থায়ী করছে, আশংকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এদিকে, যুক্তরাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। চীনের শিয়ান শহরে ফের লকডাউন জারি করা হয়েছে।
বুধবার সুইজার ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচও কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম। তেদ্রোস আধানম বলেন, কোনো দেশই এককভাবে মহামারি থেকে নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারবে না।
এবার ওমিক্রন দাপটে যুক্তরাজ্যে একদিনে ওমিক্রণে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ালো। কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ায় কর্মী সংকটে পড়েছে দেশটির বিভিন্ন খাত। আক্রান্তের নতুন রেকর্ডে উদ্বিগ্ন ব্রিটিশরা।
এদিকে, যুক্তরাজ্যে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের তুলনায় ওমিক্রন সংক্রমিতদের হাসপাতালে ভর্তির ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত কম।
এছাড়া করোনার নতুন ঢেউ ঠেকাতে চীনের শিয়ান শহরে ফের লকডাউন জারি করা হয়েছে।
করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।