বুস্টার ডোজের প্রথম দিনেই কেন্দ্রগুলোতে ছিল উপচে’ পড়া ভিড়
- আপডেট সময় : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে বুস্টার ডোজের প্রথম দিনেই কেন্দ্রগুলোতে ছিল উপচে’ পড়া ভিড়। টিকা গ্রহণের এসএমএস ছাড়াও এসেছিলেন অনেক টিকা প্রত্যাশী। তবে, স্বাস্থ্যকর্মীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়েছেন। কেন্দ্রের বাইরে ভিড় থাকলেও সুশৃঙ্খলভাবে প্রথম দিনের টিকা নিতে পেরে খুশির কথা জানান গ্রহীতারা। স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী প্রথম পর্যায়ে সম্মুখ সারির যোদ্ধা আর বয়স্ক নাগরিকদের দেয়া হচ্ছে বুস্টার ডোজ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রের সামনের চিত্র এটি। নির্ধারিত সময়ের আগেই টিকা প্রত্যাশীরা ভিড় জমান কেন্দ্রে। বুস্টারের পাশাপাশি প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাও দেয়া হচ্ছে কেন্দ্রগুলোতে।
বাইরে দীর্ঘ লাইন থাকলেও ভেতরের পরিস্থিতি বেশ গোছানো দেখা গেছে। বুস্টার ডোজের জন্য নির্ধারিত বয়স্ক নাগরিক ও সম্মুখসারির যোদ্ধাদের জন্য আছে আলাদা ব্যবস্থাপনা।
ঝামেলামুক্ত পরিবেশে টিকা পেয়ে খুশি গ্রহীতারা। শুরুতে সুফল নিয়ে দ্বিধা-দন্দ্ব থাকলেও এখন উৎসাহিত তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক জানান, জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী বুস্টার ডোজ হিসেবে প্রথম পর্যায়ে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। টিকা কেন্দ্রের শৃঙ্খলার জন্য প্রথম দিনে ৫০০ জনকে এসএমএস দেয়া হয়েছে। তবে পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়বে।
প্রথম ও দ্বিতীয় ডোজে ৭০ থেকে ৭৫ ভাগ এবং বুস্টার ডোজপ্রাপ্তরা অন্তত ৮৫ ভাগ সুরক্ষা পাচ্ছেন। পর্যায়ক্রমে সবাইকে এর আওতায় আনার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।